তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ২৪ প্রার্থী
সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম স্থলবন্দরে ২য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচন। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত নিজ কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৪ জন প্রার্থী। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার উপস্থিতিতে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের কার্যক্রম।
জানা যায়, ২০০২ সালে সংগঠনটি তালিকাভুক্ত হয় যার (রেজিঃ নং চট্র-২২১৪) অন্যতম এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ জুলাই। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান কর্মসূচির কার্যক্রম শুরু হয়। জমাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আনোয়ার হোসেন জুবের, তিনি তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রধান উপদেষ্টা। এসময় তিনি জানান, এই নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে পালিত করতে প্রার্থী ও ভোটারদের সর্বাধিক সহযোগিতা কামনা করি।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার, মোঃ আইয়ুব আলী, রইছ উল্লাহ মজুমদার, প্রিজাইডিং অফিসার।
১৩ বিশিষ্ট পদে অনুষ্ঠিত হবে এই নির্বাচন আর এই পদে ২৪ জন প্রার্থী অংশ গ্রহণ করবেন।
তার মধ্যে সভাপতি পদে সভাপতি, পদে ৩ জন, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ছাইফুল ইসলাম, মনির হোসেন, সহ-সভাপতি, ৩ জন সাবেক সহ-সভাপতি আইনাল হক, ফিরোজ মিয়া, আব্দুল খালেক, সাধারণ সম্পাদক, ২ জন দিলিপ শর্মা, শাহজাহান আহমেদ, যুগ্ম সম্পাদক, ২ জন আব্দুল হামিদ, ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক,২ জন সাদ্দাম হোসেন, মোঃ শামীম আহমেদ, কোষাধ্যক্ষ,২ জন মোঃ মকবুল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক, কবির হোসেন, প্রচার সম্পাদকে, ২ জন মোঃ সেলিম মিয়া, সাবেক প্রচার সম্পাদক, মোঃ শাহ পরান, সমাজ কল্যাণ সম্পাদক পদে, ২ জন জাহাঙ্গীর আলম, সুজন আহমেদ, দপ্তর সম্পাদক, ১ জন শুক্কুর আলী, ক্রীড়া সম্পাদক, ১ জন লিটন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক পদে ১ জন পারভিন আক্তার ও সদস্য পদে ৩ জন আব্দুল হাসিম, আব্দুল মোনাফ, সিরাজুল ইসলাম।