তাহিরপুরে সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিনের স্ত্রী ইন্তেকাল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিনের স্ত্রী রায়হানা বেগম (৫০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
তার মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।সর্বস্তরের জনগণ শোক প্রকাশ করছেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে নাতি, আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা স্টেডিয়াম মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।