নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শাবির দুই শিক্ষার্থী আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে সিলেট কোতোয়ালী থানা পুলিশ।
অভিযুক্তরা হলেন-বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।
এরমধ্যে শান্ত তারা আদনান নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং জুলাইয়ে অভ্যুত্থানের আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় অভিযুক্তদের আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
তিনি বলেন, “নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে আপাতত তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা জানান, ঈদের আগে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে কৌশলে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অচেতন করে শ্লীলতাহানি ও ভিডিও ধারণ করেন অভিযুক্তরা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইসমাঈল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আজ অভিযোগ পাই। অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে প্রক্টর অফিসে হাজির করা হয়।”
তিনি আরও বলেন, “জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”