সিলেটে স্মারক গ্রন্থ “৩০ মে” এর মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা শনিবার
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কমল সাহিত্য পরিষদ, সিলেট এর উদ্যোগে স্মারক গ্রন্থ “৩০ মে” এর মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা শনিবার (২১ জুন) বিকেল ৪টায় সিলেটের দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধান আলোচক হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাজেদুল করিম।
সভাপতিত্ব করবেন কবি ও লেখক রাগিব হোসেন চৌধুরী, সাবেক সভাপতি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ।
কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজু এই আয়োজনে সকল সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী এবং আগ্রহী ব্যক্তিদের সানন্দে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।