মাধবপুর পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ সেলিম গ্রেফতার
মাধবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় মাধবপুর থানার (এসআই) শাহনূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার মাইক্রোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শাহ্ সেলিম মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার বাসিন্দা এবং সফু মিয়ার ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে শাহ সেলিমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সেই প্রেেিতই তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।