মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২
হবিগঞ্জের মাধবপুরে নারায়নপুর এলাকা থেকে অভিনব কায়দায় থান কাপড়ে মোড়ানো ভারতীয় ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ছয়টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এক প্রেস ব্রিফিংয়ে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল শুক্রবার ভোর রাত ৪টা ১৫ মিনিটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর এলাকার টঙ্গীর মোড় থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় স্বচ্ছ পলিথিনের ভিতরে বিভিন্ন রংয়ের (প্রিন্টের) থান কাপড় দিয়ে মোড়ানো প্রতি প্যাকেটে ১ কেজি করে মোট ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো: জহুর উদ্দিন পুত্র মোঃ মনির (৪৭) ও একই গ্রামের মো: আব্দুল মজিদের পুত্র মোঃ সাইদুর রহমান (৩৬)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।