গোয়াইনঘাটে সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীনের গনসংযোগ
সিলেটের গোয়াইনঘাটের ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ও ১১নং মধ্য জাফলং ইউনিয়নের জাফলং বাজার, রাধানগর বাজার, নতুন বাজার সহ বিভিন্ন বাজারে গণসংযোগ ও মতবিনিময় করেছেন সিলেট-০৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন। শুক্রবার (২০ জুন) বিকালে গণসংযোগ ও মতবিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নেতা মাষ্টার সাইদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, সিনিয়র নায়েবে ডাক্তার আব্দুন নুর, নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দিন, সেক্রেটারী আজিজ রেজা, মধ্য জাফলং ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারী মফিজুর রহমান, উপজেলা ছাত্র শিবির নেতা মুজাহিদুল ইসলাম আজম, সাকিব আহমদ প্রমুখ।