সুনামগঞ্জে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য সামগ্রী জব্দ
সুনামগঞ্জের সদর উপজেলা মোটর সাইকেলসহ বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। শনিবার (২১ জুন) ভোরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীরনগর ইউনিয়নে শহীদ মিনার এলাকা থেকে জব্দ করা হয়।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীরনগর ইউনিয়নে নারায়নতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১২/৯-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদলিকবিহীন অবস্থায় শহীদ মিনার নামক স্থান থেকে ১টি মোটর সাইকেলসহ ৮৩১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করে। আনুমানিক মূল্য ১০ লাখ ৫ হাজার টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত মোটর সাইকেল ও ভারতীয় কসমেটিক্স সামগ্রী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।