ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর দুই উপজেলায় ২০২৪ ও ২০২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচীর আওতায় দুটি উপজেলার কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলা হল রুম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আয়োজন করে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন। মূল পটভূমির উপরে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ তুষার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা কৃষি প্রকৌশলী কর্মকর্তা তাপস কুমার তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উৎপল কুমার সরকার, ধর্মপাশা সদর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়া, সেলবরষ ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা রায়হান মিয়া, ধর্মপাশা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ নোয়াগাও গ্রামের পার্টনার ফিল্ডস স্কুলের সদস্য মোঃ ছানাউর রহমান খান, সেলবরষ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাটিকাটা গ্রামের পার্টনার ফিল্ডস স্কুলের সদস্য লাল মিয়া প্রমুখ। এছাড়া এ সভায়, ধর্মপাশা ও মধ্যনগর দুইটি উপজেলার প্রশিক্ষিত কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি (ইউপি সদস্য) ও স্থানীয় গণমাধ্যম কর্মীরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
মূল পটভূমির উপরে বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন, আমরা পার্টনার ফিল্ডস ধান স্কুল ও গেফ স্কুলের মাধ্যমে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দিয়ে তেল ফসল সম্প্রসারণ ও মধু সংগ্রহ সহ বিভিন্ন কৃষি ফসল বিধান-২৮ এর বিকল্প বিধান-৮৮, ৮৮, বস্তায় আদা, সব্জি চাষ, জমিতে ইউরিয়া সার প্রয়োগ মাত্রা যেমন-১২ থেকে ১৫ কেজি করে ২ থেকে ৩ বার ব্যবহারে ভালো ফলাফল এবং আধুনিক কৃষি যন্ত্র হারভেস্টার ব্যবহারের মাধ্যমে ফসল কর্তন করে সহজে কৃষকের ঘোলায় তুলতে সক্ষমতা বাড়াতে সফল হয়েছি। বর্তমানে কৃষকের নাম, ফসল উৎপাদনের এলাকার নাম, উৎপাদিত প্রতিটি ফসলের গুণগত মান, কীটনাশক প্রয়োগমাত্রা, বাজারজাতকরণ, নেয্য মূল্য প্রাপ্তি সহ ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারূপ করে কিউয়ার কোড স্ক্রিনিং এর আওতায় আনার সর্বাত্মক চেষ্ঠা অব্যাহত রয়েছে।