হেলিকপ্টারে চড়ে হবিগঞ্জে বিয়ে করতে এলেন ইতালি প্রবাসী বর!
রূপকথার মতো দৃশ্য। নীল আকাশ চিরে গ্রামে অবতরণ করল একটি হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টার থেকে নামলেন সাদা শেরওয়ানিতে সজ্জিত এক বর। এমন দৃশ্য গ্রামে আগে কেউ দেখেনি! ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের নখলারআব্দা গ্রামে। শুধু শখ পূরণ আর প্রিয়তমাকে চমকে দেওয়ার জন্যই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন ইতালি প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান। শনিবার (২১ জুন) দুপুরে তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বৌলগ্রাম থেকে আকাশপথে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন এবং মাত্র ৩৫ মিনিটেই পৌঁছে যান হবিগঞ্জের কনের বাড়িতে। হেলিকপ্টারটি গ্রামসংলগ্ন মাঠে অবতরণ করতেই মুহূর্তে ভিড় জমে যায়। মাঠ যেন উৎসবস্থলে পরিণত হয়। শিশু, বৃদ্ধ, নারী সবার হাতে মোবাইল, কেউ ভিডিও করছেন, কেউ সেলফি তুলছেন। কনের বাড়ির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বরকে।
বর মিজানুর রহমান জানান, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করব। আল্লাহর রহমতে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বৌলগ্রামের আঃ রব বেপারী ও লিলি বেগমের ছেলে। দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। কনে দিপালী আক্তার, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হিরাজ মিয়া ও পারভিন আক্তার দম্পতির কন্যা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে সঙ্গে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মিজানুর। পুরো গ্রামজুড়ে এখনও আলোচনার ঝড়—এই বিয়ে যেন বাস্তবের রূপকথা!