সেনাবাহিনীর দ্রুত অভিযানে বাহুবল বাজারে ফিরল শৃঙ্খলা
হবিগঞ্জের বাহুবল বাজারের দীর্ঘদিনের অব্যবস্থাপনার অবসান ঘটাল সেনাবাহিনী। অলিগলিতে ব্যবসায়ীদের দখল, অবৈধভাবে মালামাল রাখা ও চলাচলের বিঘ্নজনিত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী ও সাধারণ পথচারীরা।
শনিবার (২১ জুন ) দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর একটি দল ওয়ারেন্ট অফিসার সাহেবুর রহমানের নেতৃত্বে বাজারে অভিযান পরিচালনা করে। মাত্র এক ঘণ্টার এই অভিযানে ব্যবসায়ীরা এলোমেলোভাবে রাখা মালামাল সরিয়ে নেয়, ফলে অলিগলিতে সৃষ্টি হয় স্বাভাবিক চলাচলের সুযোগ। বাজারজুড়ে ফিরে আসে শৃঙ্খলা ও স্বস্তি। এছাড়া, বাজারের গুরুত্বপূর্ণ গণশৌচাগারটি বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিয়ার দখল থেকে উদ্ধার করা হয়। জনস্বার্থে পরিচালিত সেনাবাহিনীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ ও সচেতন মহল। এমন দ্রুত, কার্যকর ও জনবান্ধব অভিযানে বাহুবল বাজারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত এ ধরনের তদারকি বজায় থাকলে বাজার এলাকার পরিবেশ আরও উন্নত হবে।