কানাইঘাটে মাদকসহ গ্রেফতার ১
কানাইঘাটে মাদকসহ এক ব্যক্তিকে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।আটককৃত ব্যক্তি উপজেলার সুনাতনপুঞ্জি গ্রামের সিরাজ উদ্দীনের পুত্র আলিম উদ্দিন। স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১৯ জুন রাত ৯টার দিকে ভারত থেকে ৩৪ বোতল অফিসার চয়েস মদ নিয়ে সুনাতনপুঞ্জি এলাকায় প্রবেশ করে আলিম উদ্দিন। তখন স্থানীয় জনতা মাদক বহনকারী আলিম উদ্দিনকে আটক করে স্থানীয় আব্দুল আজিজের বাড়িতে রেখে কানাইঘাট থানা পুলিশকে অবগত করে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয় জনতার কাছে আটককৃত আলিম উদ্দিন জানায়, মাদকের মালিক সুনাতনপুঞ্জি গ্রামের মৃত ফয়জুল হক পুত্র লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি তোতা মিয়া, ইউপি সদস্য মান্নান মিয়া ও সিঙ্গারীপাড় গ্রামের ফয়ছল গংরা।পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩৪ বোতল অফিসার চয়েস মদসহ আটককৃত আলিম উদ্দিনকে পুলিশি হেফাজতে কানাইঘাট থানায় নিয়ে আসে।এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।থানার মামলা নং- ১১, তারিখ ২০/০৬/২০২৫।
শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আলিম উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।