নবীগঞ্জে বিদেশি মদসহ গ্রেফতার ১
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার গয়াহরি এলাকায় একটি বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩৩ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে গতকাল শনিবার ২১ জুন দুপুর দেড়টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি এবং হিরনায় শর্মাসহ একটি রেইডিং টিম অংশ নেয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বসতঘরে উপস্থিতি নিশ্চিত করে নিবারন দত্ত ওরফে রানু দত্তকে আটক করা হয়। পরে ঘরের একটি নেভি ব্লু রঙের ট্রাভেল ব্যাগ এবং একটি ট্রাংক তল্লাশি করে গপ উড়বিষষ’ং ঘড়.১ ইষবহফবফ ডযরংশু এর ২৫ বোতল (প্রতি বোতল ৩৭৫ মি.লি) এবং জড়ুধষ এৎববহ উবষীঁব ইষবহফবফ ডযরংশু এর ৮ বোতল উদ্ধার করা হয়। মোট ৩৩ বোতল বিদেশি মদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১২.৩৭৫ লিটার।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তার ছেলে নিপুল দত্ত পলাতক অবস্থায় রয়েছে এবং সে বসতঘরে বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশি মদ সংরক্ষণ করে আসছিল। নিবারন দত্ত এই কর্মকাণ্ডে সরাসরি সহযোগিতা করছিলেন বলেও স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক চিকিৎসা শেষে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।