সুনামগঞ্জে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা জব্দ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারত থেকে চোরাই পথে এনে মজুদ করে রাখা ২৬ লাখ টাকার ভারতীয় পন্য জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের ডালারপাড় এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে জব্দ করা হয়।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি এর অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৪/এমপি হতে আনুমানিক ১.৫ কি:মি: দক্ষিণ দিকে বাঁধাঘাট ইউনিয়নের ঢালারপাড় নামক স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত বাড়ী তল্লাশী করে ৯৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ টাকা।
অভিযানে হাসিবুল হাসান ডিও, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ, এসআই বদিউজ্জামান সাথে ৩ জন পুলিশ সদস্য এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম এর সাথে ২৭ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ৩২ জন সদস্য অংশগ্রহন করেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।