সেনাবাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
হবিগঞ্জে সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে। তাকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্প (২১ জুন) রাত ৯টার দিকে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামে অভিযান চালানো হয়।
পরিচালিত এ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট দুটি মামলার পলাতক আসামি জনি রায় (৩৭) আটক হন। তিনি হবিগঞ্জ জেলা পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আটক জনি রায় হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের জ্যোতির্ময় রায়ের ছেলে। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানার মামলা নং-১২ ও মামলা নং-২১ এ যথাক্রমে ৫ ও ২৪নম্বর আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। অভিযান শেষে রাত সাড়ে ১০ টায় হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার এসআই দেলোয়ার হোসেন।