সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে আটক করে।
রবিবার রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে।
এদিকে স্থানীয় জনগণ তাকে আটক করে জুতার মালা পরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছ।