ছাত্রদল নেতা ছদরুল ইসলাম লোকমানের ভাইদ্বয়ের উপর হত্যার উদ্দেশ্যে হামলা
সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ সড়ক ভবনের সামনে সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম লোকমানের ৩ ভাইয়ের উপরে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটে। ঘটনাটি সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ ঘটিকার দিকে ঘটে।
আমাদের গনমাধ্যম কর্মী খবর নিয়ে জানান যে, ইফতার পরবর্তী সময়ে ছদরুল ইসলাম লোকমানের ছোট ভাই জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম নোমান ও দেলোয়ার হোসেন বসে চা পান করা অবস্থায় অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ তাদের উপর অতর্কিত হামলা করে। এসময় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীদের এলোপাতারি হামলায় ছদরুল ইসলাম লোকমানের তিন ভাই গুরুত্বর আহত হয়ে মাঠিতে লুটিয়ে পরে এবং একজন কে মৃত ভেবে হামলা কারি পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বিষয়ে আহত শহিদুল ইসলাম নোমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র, দা, চাকু, হকিস্টিক লোহার রড, পাইপ নিয়ে তাদের উপর হামলা করে এবং বলতে থাকে তর ভাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও আমাদের এনসিপি নেতাদের বিরুদ্ধে বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তিনি আরও জানান আমার বড় ভাই ছদরুল ইসলাম লোকমানের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা আমাদের উপরে এ হামলা করেছে। হামলাকারী একজনকে তিনি বলতে শুনেছেন, লোকমানকে পেলে প্রাণে মেরে ফেলবো। এ বিষয়ে আইনি পদক্ষেপের কথা জানতে চাইলে তিনি জানান, তিনি ইতিমধ্যে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করার জন্য গিয়েছিলেন কিন্তু অফিসার ইনচার্জ তার অভিযোগ নিতে অস্বীকৃতি জানান।
অপরদিকে ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।