টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা
সুনামগঞ্জের মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাংগুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার এর আশপাশে হাউজবোড গুলো গমনাগমন স্থগিত করে নিয়ে নতুন করে নির্দেশনা দিয়েছেন সুনামগঞ্জের রুটিন দায়িত্বরত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
রবিবার( ২২ জুন) রাত ১২টার পর জেলার তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম uno Tahirpur ফেইসবুক আইডি থেকে সুনামগঞ্জের রুটিন দায়িত্বরত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম (এর স্বাক্ষরিত ২২ জুন) জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নির্দেশনা দেন। এর পূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে করণীয় ও বর্জনীয় বিয়ে ১৩টি নির্দেশনা দেন।
নির্দেশনায় যা লেখা রয়েছে তা হলো,সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টাঙ্গুয়ার হাওর এলাকার প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ-প্রতিবেশের ক্ষতি রোধকল্পে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আপপাশের এলাকায় পর্যটকবাহী হাউস বোটসমূহের গমনাগমন পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। একই সাথে পরিবেশের জন্য ক্ষতিকর যাবতীয় কার্যকলাপ থেকে সকলকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এছাড়া সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসন,সুনামগঞ্জ হতে বিভিন্ন সময়ে জারিকৃত নির্দেশনাসমূহ আবশ্যিক ভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলার সচেতন মহল বলছেন,টাংগুয়ার হাওর রক্ষা এর পূর্বেও নীতিমালা লঙ্ঘন করার ফলে হাওরের প্রকৃতি পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য ধ্বংস করা হয়েছে। যে টুকু আছে তাও শেষ রক্ষায় নির্দেশনা দিয়ে ছিল জেলা প্রশাসন। কিন্তু কোনো নীতিমালা মানা হয়নি,সব লঙ্ঘন করে হাউজবোড ও পর্যটকগন।
পরিবেশ ও হাওর নিয়ে কাজ করা সংগঠনের নেতাগন বলছেন, এখন সুনামগঞ্জের মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাংগুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার এর আশপাশে হাউজবোড গুলো গমনাগমন স্থগিত করে নিয়ে নতুন করে নির্দেশনা দিয়েছেন সুনামগঞ্জের রুটিন দায়িত্বরত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। তা বাস্তবায়নের জন্য কঠোর নজরদারি ও আইনানু পদক্ষেপ নিতে হবে না হলে কোনো লাভ হবে না।