জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবিপ্রবির ’এসইউডিএস ৫২’
মৌলভীবাজার বিতর্ক সংসদ আয়োজিত জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা “এমডিএস মাল্টিভার্স ২০২৫”-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদ এর দল ‘এসইউডিএস ৫২’।
চ্যাম্পিয়ন দলের দুই সদস্য হলেন আবদুল্লাহ আল সামিন, মুহতাসিম ফিরদাউস মাহিন।
ব্রিটিশ পার্লামেন্টারি ধাঁচে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২টি বিতর্ক দল অংশগ্রহণ করে। একের পর এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্ব অতিক্রম করে এসইউডিএস ৫২ শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বে পৌঁছে সেরা দলের মর্যাদা অর্জন করে।
চূড়ান্ত পর্বে “এসইউডিএস ৫২” প্রতিদ্বন্দ্বিতা করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এর “এনএসইউ আরজেড”, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর “জেইউডিএস আমার একুশ”, এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর “কুয়েট আরআর” দলের সঙ্গে। চারটি দলের মধ্যে যুক্তি, বিশ্লেষণ ও বাকপ্রতিভার ভিত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল “এসইউডিএস ৫২”।
চূড়ান্ত পর্বে অসাধারণ বক্তৃতার জন্য আবদুল্লাহ আল সামিন নির্বাচিত হয়েছেন “চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠ বক্তা” হিসেবে। একইসঙ্গে তিনি ট্যাব রাউন্ডে তৃতীয় সর্বোচ্চ বক্তার স্বীকৃতিও অর্জন করেন।