নিখোঁজের ১৮ ঘণ্টা মৃগী রোগীর মরদেহ উদ্ধার
যশোরের অভয়নগরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর ওমর আলী (৫৮) নামে এক মৃগী রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে মজুমদার ওয়েল মিলের পেছনে তার নিজের মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওমর আলী চেঙ্গুটিয়া গ্রামের বুড়োর দোকান সংলগ্ন মৃত মোসলেম গাজীর ছেলে।
ওমর আলীর স্ত্রী মর্জিনা বেগম বলেন, ‘রবিবার (২২ জুন) বিকালে নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমার স্বামী।
সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হয়। আজ সোমবার সকালে নিজেদের মাছের ঘেরে গিয়ে দেখা যায় তার মরদেহ পানিতে ভেসে রয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।’
তিনি আরো বলেন, ‘আমার স্বামী একজন মৃগী রোগী ছিলেন।
এ ছাড়া তার তিনবার স্ট্রোক করেছিলেন। যে কারণে তার ব্রেনে সমস্যা সৃষ্টি হয়। ময়নাতদন্ত না করতে পুলিশকে অনুরোধ করা হয়েছে। কারণ মৃত্যু নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।
অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, ‘খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তি একজন মৃগী রোগী ছিলেন বলে জানতে পেরেছি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’