বিভাগে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন চুনারুঘাট থানার এএসআই জাকির
আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান ও দক্ষতার স্বীকৃতি হিসেবে সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন।
সোমবার (২৩ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ. এন এম সাজিদুর রহমানসহ সিলেট বিভাগের অন্যান্য সিনিয়র পুলিশ কর্মকর্তারা।
এএসআই জাকির হোসেন নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ওয়ারেন্টসমূহ নিষ্পত্তি করে আসছেন। তার পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার ফলেই তিনি বিভাগীয় পর্যায়ে এ সম্মাননা লাভ করেন।
তার এই কৃতিত্বে গর্বিত চুনারুঘাট থানা পরিবার, উপজেলার জনপ্রতিনিধি, সহকর্মী ও সাধারণ জনগণ। সকলেই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় এএসআই জাকির হোসেনের মতো অফিসাররা সমাজে ইতিবাচক ভূমিকা রেখে যাবেন।
পুরস্কার গ্রহণের পর এএসআই জাকির হোসেন বলেন, এই সম্মাননা আমার একার নয়—এটি চুনারুঘাট থানার প্রতিটি সদস্যের সহযোগিতা, আমার সিনিয়রদের দিকনির্দেশনা, ও জনগণের আস্থা ও ভালোবাসার ফসল। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের সম্মানিত পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান, সার্কেল কেএম সালিমুল হক ও থানার ওসি নুর আলম স্যারের প্রতি, তারা আমাকে সবসময় আমাদের সাহস জুগিয়েছেন ও উৎসাহ দিয়েছেন।এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আগামীতেও দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করছি। এরআগে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।