শেরপুরে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ, গ্রেফতার ৩
মৌলভীবাজারের শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৩ জুন) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মো. ইয়াকুব মিয়া (২০), সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউতপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম (২১), একই উপজেলার হেমু ভেনপাড়া গ্রামের মো. সালেহ আহমদ (২৩)।
পুলিশ জানায়, রবিবার (২২ জুন) সকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে আসা একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় প্যাকেটজাত বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও ব্লেড জব্দ করা হয়। এর মধ্যে এক লাখ ৯২ হাজার ভারতীয় জিলিট ব্লেড, ৬০টি লেজার এবং তিন ধরনের মোট ৮ হাজার ৯৬৪ টিউব/পিস ভারতীয় স্কিন ক্রিম জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ৫০ হাজার টাকা।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা জব্দ মালামালের কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জৈন্তাপুর সীমান্ত থেকে এসব চোরাই পণ্য সংগ্রহ করে ঢাকায় বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।