কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফের পরিবেশ দিবস উদযাপন
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশের সুপ্রিম এশিয়া প্রকল্পের আয়োজনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের র্যালী, আলোচনা সভা ও প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছ কর্মসূচি পালিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় থেকে দুপুর ১টা পর্যন্ত র্যালী, পরিস্কার অভিযান, আলোচনা সভা, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও প্লাস্টিকের বোতল দিন, গাছ নিন পর্বে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
সহকারী প্রকল্প কর্মকর্তা সাইফুল আলমের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মো. আনর আলী, সহকারী শিক্ষক মাওলানা লিয়াকত আলী, ইমান উদ্দিন, মাসুক রানা, ইসলামিক রিলিফের সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. গাজীউর রহমান, মনিটরিং এন্ড রিপোর্টিং কর্মকর্তা মো. ইফতি খাইরুল ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. রুবেল মিয়া, অমিত হাসান, সহকারী অপারেশন সাপোর্ট কর্মকর্তা শাহ মোহাম্মদ মোশারফসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ।
ইসলামিক রিলিফের সুপ্রিম এশিয়া প্রকল্প শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সমাবেশের মাধ্যমে প্লাস্টিক সামগ্রীর কারণে পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই বিপর্যয় রোধে বৃক্ষরোপণের উপযোগিতা তুলে ধরেন। তারা সভাস্থলে শিক্ষার্থীদের কাছ থেকে প্লাস্টিক বোতল জমা নিয়ে উপযুক্তস্থানে রোপণের জন্য গাছের চারা দিচ্ছেন।
ইতোমধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে এবং খালি প্লাস্টিক বোতল জমা দিয়ে গাছের চারা নিচ্ছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনর আলী বলেন, ‘ব্যবহারের পর মানুষ খালি প্লাস্টিক বোতল যত্রতত্র ছুঁড়ে ফেলে। সেই বোতলগুলো জমির উর্বরতা নষ্ট করে, মাটির নীচে গাছের শিকড় বিস্তারে বাধা দিয়ে সেগুলোকে নষ্ট করে। শত শত বছরেও সেগুলো পচে না। একইভাবে সেগুলো ড্রেনে জমে জলাবদ্ধতার কারণ হয়।’
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বুশরা, মীম, আলফি আজম জানায়, তারা বাড়ি থেকে পরিত্যক্ত খালি প্লাস্টিক বোতল এনে জমা দিয়েছে ও নিজেদের বাড়ির আঙ্গিনায় রোপণের জন্য চারা সংগ্রহ করেছে।
আয়োজকরা জানান, এই অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীরা ৫০০টি প্লাস্টিক বোতল জমা দিয়ে চারা গ্রহণ করেছে।
ইসলামিক রিলিফের সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. গাজীউর রহমান বলেন, আমাদের আয়োজিত কর্মসূচি থেকে শিক্ষার্থীরা যা শিখেছে, পরিবেশ রক্ষায় তারা যদি সেগুলো প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে তাহলেই আমাদের সার্থকতা।