কমলগঞ্জে ১০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকের আটক করছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায সুনছড়া চা বাগান (ডবলছড়া) বটগাছ লাইন এলাকা থেকে থানা পুলিশের বিশেষ অভিযানে
তাকে আটক করা হয়।
থানার সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, এসআই আমির উদ্দিনসহ এক অভিযানে ও স্থানীয়দের সহায়তায় লাল বাহাদুর নেপালীর ছেলে রাজেশ নেপালী (৩৫)কে আটক করা হয়। এ সময় তার বসতঘরে তল্লাশি করে ১০ (দশ) কেজি গাঁজা পেয়ে জব্দ করা হয়।
অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালায় কঠোরভাবে কাজ করছি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।