উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
বিদেশে উচ্চ শিক্ষা নিতে হলে আন্ডারগ্র্যাজুয়েটে ভালো রেজাল্ট করতে হবে
লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে উচ্চ শিক্ষায় চ্যালেঞ্জ এবং সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ বেলা সাড়ে ১২টায় ‘Higher Education : Challenges and Prospects’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিতে বিদেশে যেতে খুবই আগ্রহী, এটা ভালো চিন্তা ভাবনা। বিদেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করতে অনেক চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হয় সেটা যেমন বাস্তব তেমনি সেখান থেকে অর্জিত জ্ঞান দেশের জন্য প্রয়োজন। তাই উন্নত দেশগুলো থেকে উচ্চ শিক্ষা অর্জন করে অর্জিত জ্ঞান নিজ দেশের শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ করার পরামর্শ দেন তিনি। কিন্তু সে জন্য এখন থেকেই নিজেকে তৈরি করার এবং আন্ডারগ্র্যাজুয়েটে ভালো রেজাল্ট করার পরামর্শ দেন তিনি। উন্নত দেশে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো করছে উল্লেখ করে তিনি মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রাম উপযোগী বলে মত প্রকাশ করেন। সেমিনারে উচ্চ শিক্ষা বিষয়ক পরামর্শ প্রদান করার জন্য জন্য তিনি আলোচক এনাম আহমেদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বিদেশে উচ্চ শিক্ষায় চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সম্প্রতি আমেরিকার কেন্ট স্টেট ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক এনাম আহমেদ। তিনি নিজের অভিজ্ঞতার গল্প থেকে বলেন, উচ্চ শিক্ষায় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রথমেই যেটি প্রয়োজন সেটি হলো ভালো রেজাল্ট (GPA), পাশাপাশি ভাষাগত দক্ষতা এবং ভালো একটি স্টেটমেন্ট অব পারপাস, যার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে তৈরি করতে হবে সুন্দরভাবে, যেন তা সিলেক্ট হতে প্রথমেই মনোযোগ আকর্ষণ করে। তাছাড়া শিক্ষকদের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আন্ডারগ্রেড প্রোগ্রমেের চতুর্থ বর্ষের প্রথম থেকেই সে জন্য প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন তিনি। শুধু একটি দেশের জন্য নয় কয়েকটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভালো স্কলারশীপ পাওয়া যায় সে জন্য শিক্ষার্থীদেরকেও পরামর্শ দেন তিনি। সেইসাথে তিনি ইমেইলে যোগাযোগ স্থাপনে পারদর্শিতা অর্জনের কথাও বলেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেমিনারের প্রশ্নোত্তর পর্বে।
লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম। ইংরেজি বিভাগের ৬৪তম ব্যাচের শিক্ষার্থী আতিয়া আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া এবং ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।