‘আপ বাংলাদেশ’এর মৌলভীবাজার জেলা কমিউনিকেশন টিম গঠিত
ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গঠিত ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) মৌলভীবাজার জেলায় তাদের ছয় সদস্যের একটি কমিউনিকেশন টিম ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৪ জুন) আপ বাংলাদেশের কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে এই টিমের সদস্যদের নাম ও নম্বরসহ একটি পাবলিক পোস্ট করা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আত্মপ্রকাশের পর থেকেই এই তরুণ রাজনৈতিক প্ল্যাটফর্মটি ধারাবাহিকভাবে মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে তাদের কমিউনিকেশন টিম ঘোষণা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার মৌলভীবাজার জেলার জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হলো।
ঘোষিত ছয় সদস্যের এই টিমে রয়েছেন মোঃ সাহাব উদ্দিন বাবলু, মোঃ শিবলু আহমদ, ইঞ্জিনিয়ার নাঈম কিবরিয়া, মাসুম আহমদ, পাপিয়া মইনু তমা ও মোঃ আব্দুস সামাদ মুন্না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে, মৌলভীবাজারের টিম লিড এবং আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য রাহাত বিন সায়েফ চৌধুরী বলেন, “আপ বাংলাদেশ আমাদের জুলাই রক্ষার আন্দোলন। মৌলভীবাজারের ছাত্র-জনতা জুলাইতে লড়াই করেছে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। আশা করি মৌলভীবাজারের ছাত্র-জনতা আমাদের সাথে যুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে।”
পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও জানান, তাদের টিম খুব দ্রুতই উপজেলা পর্যায়ে কমিটি গঠনের দিকে অগ্রসর হবে।