এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে কর্মরত সাংবাদিকদের সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে সদস্যরা একত্রিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য মেহেদী হাসান তানিম, সহযোগী সদস্য মো: সাইফুল্লাহ, টুম্পা দে, মো: শাহেদ মিয়া, হাছান আহমদ, মো: রবিউল হাসান আশরাফ, তানজিনা বেগম, ফারজানা ইয়াসমিন, মো: নাজমুল ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিত সদস্যরা ইউনিটির ভবিষ্যৎ কার্যক্রম, সদস্য সংগ্রহ এবং সংবাদ পরিবেশনার মানোন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বক্তারা সংবাদ পরিবেশনায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি কলেজের অন্যান্য সংগঠনগুলোর সাথে ইতিবাচক আলোচনার উপর গুরুত্বারোপ করেন। ঈদ পুনর্মিলনী উপলক্ষে সদস্যরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন।
সভা শেষে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: আকমল হোসেনের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কমিটির সদস্যরা অধ্যক্ষকে ইউনিটির পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং কলেজের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অধ্যক্ষ রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন- এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ফরিদ আহমেদ, রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক।