শাবিপ্রবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের নতুন লেকের পাশে ৩০ টিরও বেশি ফুল, ফল ও ঔষধি চারা রোপণ করে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও শাখার ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, “আজকের এই বৃক্ষরোপণ শুধু পরিবেশ সচেতনতার অংশ নয়, এটি ছাত্রদলের পক্ষ থেকে একটি রাজনৈতিক বার্তা। আমরা প্রমাণ করছি ছাত্রদল শুধু দাবি-আন্দোলনের সংগঠন নয়, এটি একটি সচেতন, মানবিক ও ভবিষ্যতমুখী ছাত্র সংগঠন। অন্যরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, সন্ত্রাস আর দখলের রাজনীতি করছে—ছাত্রদল তখন গাছ হাতে নিয়ে আগামী প্রজন্মের জন্য সবুজের কথা বলছে।”
শাখা ছাত্রদলের সভপতি রাহাত জামান বলেন, “এই বৃক্ষরোপণ আমাদের রাজনৈতিক আদর্শেরই অংশ। আমরা বিশ্বাস করি পরিবর্তন শুধু শ্লোগানে আসে না—পরিবর্তন আসে কাজের মাধ্যমে। আজকের এই বৃক্ষ যেমন একদিন ছায়া-ফল দেবে, তেমনি ছাত্রদলের সংগ্রামও একদিন দেশের জন্য সুবিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনবে।”