প্রেমিকের অপেক্ষায় বেড়েছে বয়স প্রেমিকার, বিয়ের দাবিতে অনশন
নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক যুবতী। অন্যদিকে প্রেমিক আলিম উদ্দিন (৩৫) উধাও বা পলাতক। তার মোবাইল নম্বর বন্ধ। বাড়ির কেউ জানেন না তার খোঁজ।
উপজেলার নওপাড়া ইউনিয়নের প্রেমিক আলিম উদ্দিন ইটাছকি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
সরেজমিনে জানা যায়, বুধবার (২৫ জুন) সকালে ওই নারীকে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনরত অবস্থায় দেখা যায়। এর আগে গত সোমবার (২৩ জুন) বিকাল থেকে প্রেমিকা বুধবার (২৫ জুন) দুপর পর্যন্ত প্রেমিকের বাড়িতে অনশন করছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সারোয়ার জাহান কাওসার।
বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, ১৪ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
প্রেমের ফাঁদে ফেলে আলিম উদ্দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। মাঝে কয়েক বছর আলিম দেশের বাইরে থাকলেও অনলাইনে মোবাইলে যোগাযোগ ছিল। তার অপেক্ষায় আমার বয়সও বেড়েছে। কিন্তু ঈদুল আজহার আগে দেশে আসার পর বিয়ের জন্যে বললে তিনি যোগাযোগ বন্ধ করে দেন।
তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করি। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই নারী।
এদিকে প্রেমিক আলিম পলাতক কিংবা মোবাইল নম্বর বন্ধ থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা বাবুল হোসেন, জালাল উদ্দীন ও আকলিমা বিবি জানান, দুই দিন ধরে ওই নারী বিয়ের দাবিতে প্রেমিক আলিমের বাড়িতে অনশন করছেন।
প্রেমিকার বড় ভাই চন্দন বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়ে বলেন, আমার বোন যেন সঠিক বিচারসহ প্রতারণার শিকার না হয়, সেজন্যে স্থানীয় এলাকাবাসী কাছে জোর দাবি।
প্রেমিক আলিম উদ্দিনের বড় ভাই ইসলাম উদ্দিন বলেন, দুইজনের দীর্ঘ দিনের সম্পর্ক এর আগে জানতামই না। এর পেছনে কোন ষড়যন্ত্র থাকতে পারে। আমার ভাইকে পাচ্ছি না। মোবাইল নম্বরও বন্ধ। আলিম উদ্দিন এই মেয়েকে মেনে নিলে আমাদের কোন সমস্যা নেই ।
ইউপি চেয়ারম্যান মো. সারোয়ার জাহান কাওছার মোবাইলে বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছি। ছেলে পক্ষ সমাধানের জন্যে সময় চেয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মোবাইলে জানান, বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।