সাস্ট রিসার্চ সোসাইটির সদস্য সংগ্রহ চলছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ভিত্তিক সংগঠন ‘সাস্ট রিসার্চ সোসাইটি’ নতুন সদস্য সংগ্রহ করছে।
রবিবার(২২ জুন) লাইব্রেরি ভবনের পাশে আগ্রহী শিক্ষার্থীদের সংগঠনে যুক্ত করার লক্ষ্যে টেন্ট বসিয়েছে সংগঠনের সদস্যরা। আগামী ২৬ জুন পর্যন্ত এ টেন্ট থাকবে। সেই সাথে অনলাইন অফলাইন দুইভাবেই রেজিষ্ট্রেশন করা যাচ্ছে।
আয়োজক কমিটি সভাপতি মো: সামুন জিয়া হৃদয়, সাধারন সম্পাদক সাদিয়া ইসলাম ইভা। ইভা জানান, ” অনেক দিন থেকে শাবিপ্রবিতে গবেষনায় আগ্রহী শিক্ষার্থীদের গবেষণা শেখার একটা প্লাটফর্মের অভাব ছিল। যেখানে আমাদের গবেষণায় দক্ষ শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা গবেষণার বিভিন্ন দক্ষতাগুলো অর্জনে সাহায্য করবে। সেই প্রয়োজন থেকে সাস্ট রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠা। আমরা আমাদের পথ চলা শুরু করার লক্ষ্যে, প্রথম সাংগঠনিক সপ্তাহে সদস্য সংগ্রহ করছি ও আগামী মাসেই পোস্টার প্রেজেন্টেশনের উপর একটি ওয়ার্কশপ করতে যাচ্ছি এবং এর পরের সপ্তাহে একটি পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা গুলোর উপর ভিত্তি করে এই আয়োজন করা হচ্ছে। আশাকরছি সকল ডিপার্টমেন্টর শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের মাঝে ও সোসাইটি নিয়ে খুব উৎসাহ দেখা যাচ্ছে”। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত স্বল্প ও দীর্ঘমেয়াদি গবেষণা ভিত্তিক কর্মশালা, প্রশিক্ষণ এবং সেমিনারের আয়োজন করবে এই সোসাইটি। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা সম্মেলন, প্রতিযোগিতা, গবেষণা উৎসব এবং প্রদর্শনীর আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহী ও সম্পৃক্ত করা হবে। গবেষণা-ভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে। নতুন চিন্তাভাবনা বাস্তবায়নের জন্য দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং গবেষণা সংগঠনের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রম ও আদান-প্রদানের পথ সুগম করা হচ্ছে। গবেষণাভিত্তিক জ্ঞান উৎপাদন, নতুন তত্ত্ব প্রবর্তন এবং উদ্ভাবনের মাধ্যমে সমাজ, দেশ এবং বিশ্বের উন্নয়নে অবদান রাখাই এই সোসাইটির প্রধান লক্ষ্য।
সংগঠনটির সভাপতি মো: সামুন জিয়া হৃদয় জানান, SUST Research Society গবেষণাকে একটি সহজবোধ্য ও অনুপ্রেরণাদায়ক প্রক্রিয়ায় উপস্থাপন করতে চায়, যেখানে শিক্ষার্থীরা একে অপরকে সহায়তা করবে, একাডেমিক ও বাস্তব জীবনের গবেষণা চর্চা সম্পর্কে ধারণা লাভ করবে এবং নতুন কিছু জানার ও আবিষ্কারের আগ্রহ থেকে নিজেদের প্রস্তুত করবে। সংগঠনটি নিয়মিত গবেষণা বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ, রিসার্চ আড্ডা এবং হায়ার স্টাডি নিয়ে কাজ করবে, যেন আগ্রহী শিক্ষার্থীরা একটি গবেষণাবান্ধব পরিবেশে নিজেদের বিকশিত করতে পারে।
গবেষণা ও জ্ঞানচর্চার এই যাত্রায়, শিক্ষার্থীদের চিন্তা ও প্রচেষ্টার মাধ্যমে গড়ে উঠবে একটি সচল ও গতিশীল গবেষণা সংস্কৃতি—এই বিশ্বাস থেকেই শুরু হয়েছে SUST Research Society-এর পথচলা।