মধ্যনগরে ডাঃ জুবাইদা রহমানের জন্মদিনে বৃক্ষরোপন কর্মসূচি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান কামরুলের উদ্যোগ মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়, নোয়াগাও দাখিল মাদ্রাসা ও বংশীকুন্ডা কলেজে মাঠে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পানল করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এ জে লিমন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো.আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক মো.আবুল বাশার, মমিনুল হক বেনু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.কামাল হোসেন, নান্টু সরকার, বিপ্লব সরকার, শাহেবুর আলম, এনামুল গনি রুবেল, নেকবর আলী, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য সাখাওয়াত হোসেন সহ বিএনপি, অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।