ধর্মপাশায় ১৯ ঘন্টা পর চালু বৈদ্যুতিক লাইন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১৯ ঘন্টা পর চালু হয়েছে বৈদ্যুতিক লাইন। গতকাল (২৪জুন) মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে আজ বুধবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ধর্মপাশা, মধ্যনগর ও পার্শ্ববর্তী নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলাসহ এই তিনটি উপজেলায় বিদ্যুৎ ছিলো না।
ধর্মপাশা উপজেলার পল্লী বিদ্যুৎ সাব জুনাল অফিস সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার সদর উপজেলার ঠাকুরাকোণা এলাকায় বিদ্যুৎ এর ইনসুলেটর বিনষ্টি হওয়ার কারণে এই তিন উপজেলায় নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক লাইন চালু রাখা সম্ভব হয়নি।
ধর্মপাশা উপজেলার পল্লী বিদ্যুৎ সাব জুনাল কার্যলয়ের এজিএম হাফিজুর রহমান বলেন, গতকাল (২৪জুন) মঙ্গলবার রাত সেড়ে ১১টার দিকে নেত্রকোণা সদর উপজেলায় ঝড়বৃষ্টি ও ব্জ্রপাতের কারণে নেত্রকোণা জেলার নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা এলাকায় বিদ্যুৎ এর ইনসুলেটর বিনষ্ট হওয়ার কারণে এই তিন উপজেলায় নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক লাইন চালু রাখা সম্ভব হয়নি।
অনেক খুঁজাখুঁজির পর ওই এলাকায় আমরা বৈদ্যুতিক লাইনের ফল্ট শনাক্ত করতে সক্ষম হয়। এর পর দ্রুত সময়ের মধ্যে আমরা তা সমাধান করে বৈদ্যুতিক লাইন চালু করতে পেরেছি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সর্বরাহে আমাদের সবরকম চেষ্ঠা অব্যাহত রয়েছে।