টাংগুয়ার হাওরে আসা ৫ পর্যটকের কারাদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করার দায়ে ৫ জন মাদকসেবীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।
দণ্ডিতরা হলেন-আহমেদ মাহফুজ, আনাফ রাজিন, তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, নাসির হোসাইন। তারা সবাই শিক্ষার্থী বলে জানা গেছে।
বুধবার (২৫ জুন) রাতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাজারের নৌকা ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, মধ্যনগর বাজারের নৌকা ঘাট এলাকায় টাংগুয়ার হাওর আসা ৫ পর্যটক গাজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছে। এমন অভিযোগ শুনে নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় ঘটনা স্থলে অভিযান চালিয়ে ৫ জন মাদক সেবনকারীকে আটক করা হয়। পরে ঘটনার সত্যতাও পায়। পরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে আটক ৫ জন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারার অপরাধের দায়ে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০টাকা অর্থদণ্ড দেন।
নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন টাংগুয়ার হাওরে আসা পর্যটনগন নিয়মনীতি মেনে চলতে হবে। কোনো অনিয়ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আমাদের অভিযান চলবে।