মৌলভীবাজারে এইচএসসি-আলিম, সমমান পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির-ছাত্রদল
প্রচণ্ড গরমে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উভয় সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে স্যালাইন, বিশুদ্ধ পানি এবং মাস্ক বিতরণ করা হয়।
পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রশিবির মাস্ক বিতরণ করে। পরীক্ষা শেষ হওয়ার পর কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রশিবির ও ছাত্রদলের কর্মীরা পানি ও স্যালাইন বিতরণ করে। চলমান তাপদাহে অনেক শিক্ষার্থীকে অস্বস্তি বোধ করতে দেখা যায়, ফলে এমন পরিস্থিতিতে এই উদ্যোগ তাদের জন্য স্বস্তি বয়ে এনেছে।
এ বিষয়ে ছাত্রশিবির মৌলভীবাজার কলেজ শাখা সভাপতি জিয়াউর রহমান বলেন, ” বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আজকের এ আয়োজন শিক্ষার্থী ভাই-বোনদের জন্য। ছাত্রশিবির ১৯৭৭ সাল থেকে এই পর্যন্ত ছাত্র কল্যাণে কাজ করে আসছে। একদল সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি খুবই গুরুত্বপূর্ণ এবং ছাত্রশিবির সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এতে সবার সাপোর্ট ও পাশে থাকার আহবান করছি “
একইভাবে মৌলভীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রদল প্রতিনিধি ওয়ালিদ আহসান চৌধুরী বলেন, “কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রদলের আজকের এই আয়োজন। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে এবং থাকবে ইনশাআল্লাহ।”
পরীক্ষা শেষে প্রচন্ড গরমের মধ্যে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, এই ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং রাজনৈতিক বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।