জাতীয় সম্পদ ও সার্বভৌমত্বসহ বন্দর রক্ষার রোডমার্চ সফল করুন: বাসদ
চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দেওয়ার প্রতিবাদে ও রাখাইনে কথিত মানবিক করিডোরের উদ্যোগ বন্ধের দাবিতে আগামীকাল ঢাকা-চট্টগ্রাম রোড মার্চের সমর্থনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল সাড়ে চারটায় সিটি পয়েন্টে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি বেলাল হোসেন ও শহীদ আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক জেলা যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, সংগ্রাম পরিষদের মহানগর শাখার যুগ্ম সম্পাদক মাহফুজ আহমদ ও বিলাল আহমদ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মলয় চক্রবর্তী প্রমূখ।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে রেজিস্টারি মাঠে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। দেশের অর্থনীতির চালিকাশক্তি-হৃৎপিণ্ড। আমদানি ও রপ্তানির ৯২ভাগ এই বন্দর দিয়ে হয়। ভৌগলিক কারণে এই বন্দরের সাথে আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা জড়িত। লাভজনক এই বন্দর কে বিদেশিদের কাছে তুলে দেওয়ার পরিকল্পনা করছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার।
বক্তারা বলেন, রাখাইনে কথিত মানবিক করিডোরের আড়ালে সামরিক করিডোর, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট এর কথা বলে স্টারলিংককে অনুমোদন দেওয়ার মাধ্যমে মার্কিন গোয়েন্দাগিরির পথ উন্মুক্ত করা, কাতার -তুরুস্ককে অস্ত্র তৈরির কারখানা সবই দেশকে বিপদের মধ্যে ফেলবে।
বক্তারা জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া এবং আগামীকাল ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।