প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা
গত ২৫ জুন ‘রাজহংশ হাউজ বোট বিএনপি নেতার দখলে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, গত ২৫/০৬/২০২৫ তারিখে ‘রাজহংশ হাউজ বোট বিএনপি নেতার দখলে’ শিরোনামে জাতীয়সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রচার করা হয়। যা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন,আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। মূলত হাউজ বোটে কর্মরত কর্মচারীদের বেতন ভাতা বিগত ২ বছর যাবৎ দিতে না পারায় স্থানীয় বিএনপি নেতা হিসেবে আমার কাছে আসলে আমি হাউজ বোটের মালিক দীপংকরের সাথে কথা বলে বিষয়টি সমাধানের লক্ষ্যে চেষ্টা করি। সে বেতন দিতে অপারগতা প্রকাশ করায় তার কথা মতে ২ মাসের সময় নিয়ে আমার কাছে হাউজ বোটটি জিম্মা রেখে যায়।পরবর্তীতে নির্ধারীত সময় পার হওয়ার পরও বেতন না দেওয়ায় কর্মচারীদের চাপে আমি তার কথা মতই ৫ লক্ষ টাকা বেতন হিসেবে কর্মচারীদের দিয়ে দেই।হাউজ বোট টি এখনো আমার কাছে জিম্মায় আছে।আমার টাকা পরিশোধ করে বোট নিয়ে যাবে এতে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশের কি আছে। অথচ হঠাৎ করে আমাকে জড়িয়ে এমন ভিত্তিহীন নিউজ প্রকাশিত হওয়ায় আমি রীতিমত বিব্রত হয়েছি। শুধু মাত্র আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এমন মিথ্যা ভিত্তীহিন সংবাদ প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। আমি মিডিয়া ও সাংবাদিকদের মাধ্যমে এমন ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।