সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও মদ জব্দ
সুনামগঞ্জের দুই উপজেলার সীমান্ত এলাকা থেকে পৃথক দুটি স্থান থেকে ১২ লাখ টাকার ভারতীয় বিড়ি ও মাদক জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি। শুক্রবার (২৭ জুন) ভোরে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে ভারত থেকে আনার সময় জব্দ করা হয়।
বিজিবি জানায়, তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে লাকমা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে বালিয়াঘাট বিওপির টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন ১২৮ বোতল ভারতীয় মদ আটক করে। যার সিজার মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা। অপরদিকে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নে রাজাপাড়া এলাকা চিনাকান্দি বিওপির টহল দল মালিকবিহীন ১০ হাজার প্যাকেট ভারতীয় বিড়ি আটক করে। যার সিজার মূল্য ১০ দশ লক্ষ টাকা। অভিযানে বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া পিএসসি এর সত্যতা নিশ্চিত করে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় বিড়ি শুল্ক কার্যালয় এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।