শাবিপ্রবি স্পিকার্স ক্লাবের নেতৃত্বে ইমন-দীপ্ত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’ র ১৮তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পলিটিকাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আরমান হোসেন ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী দীপ্ত বনিক মনোনীত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘সি’-এর ২১৪ নম্বর কক্ষে সংগঠনটির আয়োজিত এক অভিষেক অনুষ্ঠানে এ কমিটির ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তাহমিদ হাসান, সাদিকুল ইসলাম নয়ন ও নাফিসা তাবাসসুম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মালেক চৌধুরী, সানজিদা জসিম আশা, সৈয়দ আলী মুর্তজা নাঈম ও সাবরিনা সানিয়াত অয়ন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সানিয়া সুলতানা প্রীতি, কোষাধ্যক্ষ ইকরা সুলতানা, সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ ইকরাম হোসেন, পাবলিসিটি সম্পাদক আবুল হাসনাত আকন্দ, সহ-পাবলিসিটি সম্পাদক তানজিদ হোসেন রিফাত, কমিউনিকেশন সম্পাদক আজিজুর তালুকদার, সহ-কমিউনিকেশন সম্পাদক মোহাম্মদ শাহিন আলম, পাবলিকেশন সম্পাদক মোহাম্মদ আযামিন আরাফ তুহিন, সহ-সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও আইটি সম্পাদক মাহমুদা ইসলাম নাদিয়া মনোনীত হয়েছেন।
এছাড়া স্পোর্টস সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান, সহ-স্পোর্টস সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, অফিস সম্পাদক রক্তিম মধু, সহ-সম্পাদক মোহাম্মদ এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া নূর শামা, সহ-সম্পাদক ইফাত আরা নিহা, সমাজকল্যাণ সম্পাদক স্বপন চন্দ্র দাস ও সহ-সম্পাদক মাহফুজা জান্নাত মিম মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ জুলকার নাঈম নতুন সদস্যদের নাম ঘোষণা করেন।
এসময় সংগঠনটির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক তীর্থ চন্দ্র দাসের সঞ্চালনায় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম ও শরীফ উদ্দিনসহ বর্তমান ও সদ্য বিদায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহজালাল ইউনিভার্সিটি স্পীকার্স ক্লাব ইংরেজি ভাষা চর্চাকে আরও সমৃদ্ধ করতে ‘কাম হিয়ার স্পিক বেটার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে।