জিকে গউছের সাথে বানিয়াচং উপজেলা ওলামা দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জিকে গউছের সাথে বানিয়াচং উপজেলা ওলামা দলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুন) রাতে বানিয়াচং উপজেলা ওলামা দলের নবগঠিত কমিটির সভাপতি মৌলভী মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আলম আহমদের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সিনিয়র সহ সভপিতি মাওলানা শাহ জাহেদ আহমদ, সহ সভাপতি ক্বারী ফুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ আফজল, সহ সাধারণ সম্পাদক মৌলভী দিলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ শফি আহমদ, প্রচার সম্পাদক হাফেজ ক্বারী ইমরান আহমদ,অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম সহ কমিটির সদস্যরা এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
এসময় হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, হবিগঞ্জ ওলামা দলের আহবায়ক আহবায়ক ক্বারী কবির হোসেন ,সদস্য সচিব মাওলানা সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমদ রিংগন, বানিয়াচং উপজেলা ওলামা দলের সভাপতি মৌলভী মতিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আলম আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছের হাতে ফুলের তোড়া তুলে দেন।
এসময় আলহাজ্ব জিকে গউছ ওলামা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বানিয়াচং উপজেলার সকল ইউনিটে সম্মেলনের মাধ্যমে দলকে শক্তিশালী করার আহবান জানান।