ধর্মপাশায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম সম্বলিত ৫০০টি লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণের মাধ্যমে মানুষজনদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ধর্মপাশা সদর বাজারে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
শনিবার (২৮ জুন) সকাল ১১টা থেকে বেলা একটা পর্যন্ত এই লিফলেট বিতরণ করা হয়।
উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ এই লিফলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান তুষার, ইউপি সদস্য আব্দুল মন্নাফ, আব্দুল মজিদ, উজ্জ্বল মিয়া, রিপন মিয়া, জিয়া উদ্দিন, সেলিম তালুকদার, মো. নেকচান, আসমা আক্তার, সাহানা আক্তার প্রমুখ।