নবীগঞ্জে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে বিলের পাশ থেকে ৩ সন্তানের জননীর মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায় গতকাল (২৮ জুন) শনিবার সন্ধার দিকে বড় ভাকৈর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী শেফালী বেগমকে অচেতন অবস্থায় বিলের পাশে দেখতে পায় স্বজনরা পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শেফালী বেগমকে মৃত্যু ঘোষনা করে। শেফালী বেগমের স্বামী হেলাল মিয়া জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই রিপন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
মৃত্যু সংবাদে এলাকায় নানান গুনজন চলছে অনেকে বলছেন পরিবারের উপর অভিমান করে নিজে নিজে আত্বহত্যা করেছে আবার কেউ বলছে বিলের পাশে কেউ হত্যা করে পালিয়েছে। এনিয়ে এক রহস্যর সৃষ্টি হয়েছে।শেফালী বেগমের পৈত্বিক নিবাস কুমিল্লা জেলায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজামান জানান লাশ আমরা পেয়েছি মৃতুর সঠিক কারন এখনও পাইনি সুরতহাল রিপোর্ট আসার পর বাকি খবর জানা যাবে।