পিএইচডি শিক্ষার্থীদের ৩০ হাজার টাকা শিক্ষাবৃত্তি চালু করল শাহজালাল বিশ্ববিদ্যালয়
আর্থিক নিরাপত্তা পেয়ে গবেষণায় মনোযোগী হতে পিএইচডি শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ৩০ হাজার শিক্ষাবৃত্তি প্রদান করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রোববার দুপুর সাড়ে ১২টায় শাবিপ্রবি গবেষণা কেন্দ্রের উদ্যোগে মিনি অডিটোরিয়ামে ৮ পিএইচডি শিক্ষার্থীকে সম্মাননা দিয়ে এ শিক্ষাবৃত্তি চালু করা হয়।
এসময় গবেষকদের গবেষণার সুবিধার্থে সাস্ট রিসার্চ সেন্টার ওয়েব অটোমেশন সিস্টেম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ.এম সরওয়ারউদ্দিন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত আটজন পিএইচডি শিক্ষার্থীকে মাসে ৩০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এতে কয়েকজন কয়েক মাসের টাকা একসঙ্গে পেয়েছেন। সব মিলিয়ে তাঁদের মাঝে প্রায় ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয় বলে জানান গবেষণা কেন্দ্রের পরিচালক।
শিক্ষাবৃত্তিপ্রাপ্ত গবেষকরা হলেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের জোবাদা কনক খান, বাংলা বিভাগের মো. জাকির হোসেন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মোহাম্মদ আক্কাবর হোসেন, সমাজকর্ম বিভাগের করিমা বেগম, খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের ইনাম আহমেদ ও মুক্তা রায়, ব্যবসায় প্রশাসন বিভাগের সাকুফা চৌধুরী ও সাইমা সাদিয়া শাওন।
এ অনুষ্ঠানে গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
উপাচার্য বলেন, “পূর্বে বিশ্ববিদ্যালয় পিএইচডি শিক্ষার্থীদের মাসে মাত্র ৬ হাজার টাকা দিত। আমরা এসে বিষয়টি পুনর্বিবেচনা করে তা ৩০ হাজার টাকায় উন্নীত করেছি। এতে গবেষকরা আর্থিক নিরাপত্তা পেয়ে তাদের গবেষণায় আরও মনোযোগী হতে পারবেন, যা গবেষণার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে।”
ওয়েব অটোমেশনের উদ্বোধনের বিষয় গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “অটোমেশন সিস্টেমের মাধ্যমে গবেষণাবিষয়ক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে। আবেদন, অনুমোদন ও তথ্য সংরক্ষণের প্রতিটি ধাপ এখন থেকে প্রযুক্তিনির্ভরভাবে সম্পন্ন হবে, যা গবেষকদের সময় ও শ্রম বাঁচাবে। একইসাথে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন।
এসময় বিভিন্ন অনুষদের ডিন এবং পিএইচডি শিক্ষার্থীদের সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।