মাধবপুরে বালু বিক্রির অভিযোগে লাখ টাকা জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৯ জুন) দুপুর ১টায় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মহব্বতপুর এলাকায় ইজারা বিহীন ও অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সাইমুম মিয়া কে এক লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর এলাকার মনির মিয়ার ছেলে সাইমুম মিয়া।
এ অভিযানের সহযোগিতা করেছেন মনতলা অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ও বিজিবির একটি দল।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।