মাধবপুরে বিল থেকে মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা মৎস্য দপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী মাছ ধরার ফাঁদ জব্দ করা হয়েছে।
রবিবার (২৯ জুন) হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার ও মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক এর নেতৃত্বে উপজেলায় হাওর অঞ্চলে মৎস্য সম্পদ সংরক্ষণ অভিযানের আওতায় আন্ধার কান্দি বিলে অভিযান চালিয়ে ১৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) মাছ ধরার ফাঁদ ও ৫টি ছাই জব্দ করেন। পরে জব্দ কৃত এসব চায়না দুয়ারী ও ছাই পুড়িয়ে বিনষ্ট করা হয়।