কুলাউড়ার চা-বাগানের প্রথম ঢাবি শিক্ষার্থী, পাশে মৌলভীবাজার জেলা প্রশাসন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগান থেকে প্রথমবারের মতো কোনো শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মেধাবী ছাত্রী ইতি গৌড়।
ফিন্যান্স বিভাগে ভর্তির সুযোগ পাওয়া ইতি গৌড় বরমচাল চা-বাগানেই বেড়ে উঠেছেন। ভর্তির সুযোগ পেলেও টাকার অভাবে ঋণ করতে গেলে বিষয়টি মৌলভীবাজারের জেলা প্রশাসকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ইতিকে সহায়তার উদ্যোগ নেন।
রবিবার (২৯ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে তাৎক্ষণিকভাবে ইতি গৌড়কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেন, “ওই চা বাগান থেকে এই প্রথম কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তাছাড়া সে টাকা ধার করে এনে ভর্তি হবে, এটা জেনে আমরা তাকে ডেকে এনে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে ভর্তির জন্য ২০ হাজার টাকা দেই।” তিনি আরও বলেন, “কখনো যদি আরও সহায়তা লাগে তাহলে যেন আমাদেরকে জানায়, আমরা তাকে সর্বোচ্চ সহায়তা করবো।”