সুনামগঞ্জ থেকে মাদ্রাসার ছাত্র নিখোঁজ
সুনামগঞ্জের জামেয়ে ইসলামেয়া দারুল হাদিস মাদ্রাসার রমজান আলী (১০) নামে এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। সোমবার (২৬ জুন) আসরের নামাজের পর থেকে সে নিখোঁজ রয়েছে।
সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন লক্ষীপুর গ্রামে মালু মিয়ার ছেলে।
মাদ্রাসা শিক্ষাক, পরিবারের সাথে খোঁজ নিয়ে জানা গেছে, জামেয়ে ইসলামেয়া দারুল হাদিস মাদ্রাসায় রমজান আলী হাফেজীতে গত ২য় বছর ধরে লেখাপড়া করছে। সোমবার দুপুরের পরে নিজ বাড়ি থেকে পিতার সাথে সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার জামেয়া ইসলামেয়া দারুল হাদিস মাদ্রাসায় আসে। এরপর আসরের নামাজের সময় সবাই নামাজে আসলে রমজান না আসায় তার খোঁজ করে মাদ্রাসার শিক্ষকগন। কিন্তু কোথাও তার খোঁজ না পাওয়ায় সে নিখোঁজ রয়েছে।
মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শাহ আলম নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন আমরা খোঁজাখুজি করছি বিভিন্ন স্থানে। তার গায়ে লাল পাঞ্জাবি পরা ছিল। মাথায় তার কাটা দাগ রয়েছে।
নিখোঁজ রমজান আলীর পিতা মালু মিয়া তার সন্তানের খোঁজ পেতে সবার সহযোগী কামনা করেন। তার সন্তানের খোঁজ পেলে 01735823673 এই নাম্বারে জানানোর অনুরোধ জানিয়েছেন।