সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
সুনামগঞ্জে সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা সাড়ে পাঁচ কোটি টাকার পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি। সোমবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রাম থেকে এসব পণ্য জব্দ করা হয়।
আটক চোরাই পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, প্রসাধন সামগ্রী ও চকলেট।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিণাপাটি গ্রামের একটি টিনশেড গুদামে অভিযান চালিয়ে মালিকবিহীন চার হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, চার হাজার ৯৯২ পিস প্রসাধন সামগ্রী ও ২০ হাজার ১২০ পিস চকলেট জব্দ করে, যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০টাকা।
অভিযানে সুনামগঞ্জ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, দুইজন পুলিশ সদস্য এবং বিজিডিও ৩১৫-এর সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার রফিকুল ইসলামসহ ১৬ জন বিজিবি সদস্যসহ মোট ২০ জন অংশ নেন।
সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান রোধে বিজিবির আভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, প্রসাধন সামগ্রী ও চকলেট শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। বিজিবি অধিনায়ক জানান, গত এক মাসে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন ২৮ বিজিবি কর্তৃক ১৪ কোটি ৮৪ লক্ষ ৬৭ হাজার ৯৭৮ টাকার ভারত থেকে আনা চোরাই পণ্য আটক করে।