অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নৌকা জব্দ, দুজনের কারাদণ্ড
অবৈধভাবে রাতের আধাঁরে সুনামগঞ্জের তাহিরপুরের শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই জনের প্রত্যেকের তিন মাসের করে কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত এর ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।
কারাদণ্ড প্রাপ্ত্যরা হলেন-তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়া (২৬) ও রুবেল মিয়া (২৩)। আর নৌকা ও নৌকা ভর্তি বালু জব্দ করা হয়েছে।
শান্তিপুর নদীর পারের বাসিন্দা ও উপজেলার সচেতন মহল দাবী করেন, দ্রুত সেই বালু ও নৌকা জব্দ তালিকা করে নিলামের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানান। না হলে এর পূর্বেও একাধিকবার বার বালু ভর্তি ভল্কহেড ও নৌকা আটক করা হয় কিন্তু জব্দ তালিকা করা হয়নি। পরে সেই বালু ভর্তি ভল্কহেড ও নৌকা নিয়ে যায় বালু খেকো চক্র। পরে এর কোনো হদিশ মিলে নি। এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হয় আর বালু খেকোদেরও সাহস বেড়ে যাচ্ছে।
ভ্রাম্যমাণ আদালত ম্যাজিষ্ট্রেট ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, শান্তিপুর নদীর পাড়ের বাসিন্দাগন নৌকাসহ আটক দু’জনকে আটক করে আমাকে জানায়। পরে প্রত্যেকের ৩ মাস করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। বালু ভর্তি নৌকা জব্দ করা রাখা হয়েছে আদেশ নামায় যাবে। বালু উত্তোলন ও বিক্রি বন্ধে আমাদের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।