তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বম্ভরপুরে লিফলেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ ৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুল হক লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছেন।
সোমবার (৩০ জুন) দিনভর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শক্তিয়ারখলা, মিয়ারচর বাজার সহ বিভিন্ন বাজার দলীয় নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ করেন।
তিনি সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির (স্বাক্ষর ক্ষমতা) সদস্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে রয়েছেন।
আব্দুল হক বলেন, ৫ আগষ্ট জুলুমবাজ, দেশের সম্পদ লুটপাটকারী ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের কবর রচনা হয়েছে। দেশের জনগনের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা ও তার দলের নেতারা। তাদের অপকর্ম ফল পেয়েছে। সাধারণ মানুষ মন খোলে কথা বলতে পারছে, দেশের জনগন বিগত নির্বাচনে ভোট দিতে পারেনি, এখন জনগন নির্বাচন চায়, ভোট দিতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আগামী দিন গুলোতে সবার মনের কথা ও চাওয়া পাওয়া কথাই বলা হয়েছে তাই এর বাস্তবায়ন করতে হবে। সবাইকে ঐক্য বদ্ধ ভাবে দলের জন্য কাজ করতে হবে। তারেক রহমান নিজ দেশে বীরের বেশে আসছে। দেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সভাপতি রাজু আহমদ, যুগ্ম আহবায়ক রমজান আলী,সদস্য কবির হোসেন, আওয়াল, শামসুল ইসলাম সামশু, খলিলুর রহমান, বোরহান, আব্দুর রহমান বাচ্চু, আব্দুল হাই ময়না, বিএনপি নেতা হেলাল, ইকবাল, ফুরকারম আহমদ, জামাল উদ্দিন বাসার, মনির মিয়া, নোমান আহমেদ নোমান, জাকির হোসেন প্রমুখ।