এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাথে বিএনসিসির মতবিনিময়
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাথে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর এমসি কলেজ শাখার সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভার মূল উদ্দেশ্য ছিল উভয় সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ক্যাম্পাসে শৃঙ্খলা ও ইতিবাচক কার্যক্রম পরিচালনায় সমন্বয় সাধন করা।
মতবিনিময় সভায় এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, সাধারণ সম্পাদক লবীব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিহা, দপ্তর সম্পাদক মিফতা হাসান, কার্যকরী সদস্য আলী হোসেন, আমিনা ছিদ্দিকা খান, মেহেদী হাসান তানিম আর বিএনসিসি’র পক্ষ থেকে সিইও ছাকিবুর রহমান মারুফ, ক্যাডেট কর্পোরাল মোহাম্মদ মনোয়ার হোসাইন, কর্পোরাল তারিকুল ইসলাম জাওহার, ক্যাডেট ইউনুছ আহমদ অপু, ক্যাডেট মারজান আলম, ক্যাডেট আব্দুল্লাহ আরমান বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী সোহাগ আহমেদ, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য মো. ওলিউর রহমান ও মো. শাহেদ মিয়া এবং সহযোগী সদস্য মো. রবিউল হাসান আশরাফ, সাইফুল্লাহ বিন মুস্তফা, ফারজানা ইয়াছমিন, তানজিনা আক্তার, হাছান আহমদ, মো. নাজমুল ইসলাম, তানজিল হোসেন।
সভায় দুটো সংগঠনই ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশা ব্যক্ত করেন। বিশেষ করে, যেকোনো ইভেন্ট বা কার্যক্রমে সংবাদ তথ্য গ্রহণ এবং শৃঙ্খলা রক্ষায় একে অপরের পাশে থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও, বিগত দিনগুলোতে বিএনসিসির সদস্যদের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণ এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রমকে আরও মসৃণ ও কার্যকর করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা করা হয়। উভয় সংগঠনই আশা প্রকাশ করে যে, এই ধরনের সভা ভবিষ্যতে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে এবং ক্যাম্পাসের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।